শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৪৮ অপরাহ্ন
সাদুল্লাপুর প্রতিনিধিঃ সাদুল্লাপুর উপজেলার ভাতাবিহীন প্রতিবন্ধী মানুষরা পেল আর্থিক সহায়তা। জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের তহবিল হতে এই টাকা প্রদান করা হয়। গত বৃহস্পতিবার দুপুরে সাদুল্লাপুর উপজেলা সমাজসেবা কার্যালয় চত্বরে ৩১ জন প্রতিবন্ধী মানুষের মাঝে এই টাকা বিতরণ করা হয়। এসময় সাদুল্লাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহারিয়া খাঁন বিপ্লব, গাইবান্ধা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা আখতার হোসাইন ও উপজেলা সমাজসেবা অফিসার মানিক চন্দ্র রায় উপস্থিত ছিলেন। সাদুল্লাপুর উপজেলা সমাজসেবা অফিসার মানিক চন্দ্র রায় বলেন, করোনার প্রভাবে অর্থ সংকটে পড়া ৩১ জন প্রতিবন্ধী মানুষের প্রত্যেককে এক হাজার টাকা করে প্রদান করা হয়েছে।