শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৯:৩৩ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ সাদুল্লাপুরে শ্যালো মেশিন চালিত ভটভটির ধাক্কায় সাইফ মিয়া (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল দুপুর সাড়ে ১২ টার দিকে সাদুল্লাপুরের বড় জামালপুর নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। সাইফ বড় জামালপুর গ্রামের মিলন মিয়ার পুত্র। স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটি বাড়ির পাশের রাস্তা খেলতে খেলতে হঠাৎ একটি শ্যালো মেশিন চালিত ভটভটি শিশুকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়দের সহায়তায় শিশুটিকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত্যু ঘোষণা করেন।