শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১১:৫৫ অপরাহ্ন
সাদুল্লাপুর প্রতিনিধিঃ সাদুল্লাপুর উপজেলায় শ্যালো ইঞ্জিন চালিত ভটভটির চাকায় পিষ্ট হয়ে মজিদ কবিরাজ (৪৫) নামের এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।
গতকাল শুক্রবার দুপুর ২ টার দিকে গাইবান্ধা-সাদুল্লাপুর সড়কের জয়েনপুরস্থ মজিবর হাজির চাতাল সংলগ্নস্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মজিদ কবিরাজ সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের গয়েশপুর উত্তরপাড়া গ্রামের মৃত ময়েজ হাজির ছেলে।
স্থানীয় সুত্রে জানা যায়, ওই সময় ভটভটিতে গরু নিয়ে সাদুল্লাপুর হাটে যাচ্ছিলেন মজিদ কবিরাজ। মজিবর হাজির চাতাল সংলগ্ন স্থানে পৌঁছালে অপর একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে মজিদ কবিরাজ ছিটকে পড়ে ভটভটির চাকায় পিষ্ট হয়। এসময় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়ার পথে মজিদের মৃত্যু হয়।