শনিবার, ১০ জুন ২০২৩, ০৭:৩১ অপরাহ্ন
সাদুল্লাপুর প্রতিনিধিঃ সাদুল্লাপুর ব্র্যাক এরিয়া অফিসের শস্য বীমা প্রকল্পের আওতায় ৮৫৯ জন আলু চাষি পেলেন ১৪ লাখ ৬০ হাজার ৮৩৮ টাকা। আবহাওয়া সূচকভিত্তিক আলুর বীমা দাবি প্রদান করা হয় তাদের।
গতকাল সাদুল্লাপুর ব্র্যাক এরিয়া অফিস সংলগ্ন স্থানে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কান্ট্রি ডিরেক্টর (এসএফএসএ) ফরহাদ জামিলের সভাপতিত্বে বক্তব্য রাখেন ম্যানেজিং ডিরেক্টর (এসবিসি) সৈয়দ শাহারিয়ার আহসান, উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহারিয়া খান বিপ্লব, জেনারেল ম্যানেজার (এসবিসি) বিবেকানন্দ সাহা, সুইজারল্যান্ডের সাইমুন উইন্টার, অলগা স্পিখারড, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মাহাবুবুল আলম বসনিয়া, আরাফাত হোসেন, জাকির হোসেন, আলী তারেক পারভেজ, আমিনুল মোভেন, তানফির রহমান ডলি, মোশারফ হোসেন, জাহাঙ্গীর আলম, কৃষক বেলাল হোসেন ও লাকী বেগম প্রমুখ।