শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০২:৫৯ অপরাহ্ন
সাদুল্লাপুর প্রতিনিধিঃ স্থানীয় প্রশাসন ও সরকারের নিকট থেকে গত দুই দিনে কোন সুনিদিষ্ট দিকনির্দেশনা না পেয়ে অবশেষে করোনা ভাইরাস থেকে নিজেদের সুরক্ষায় সাদুল্লাপুর উপজেলা শহরের ব্যবসায়ীরা নিজেরাই তাদের দোকানপাট বন্ধ করে দিল।
গত মঙ্গলবার বিকাল ৫ টার পর উপজেলা শহরের সকল দোকানপাট বন্ধ করে দেন উপজেলা বনিক সমিতি। তবে ঔষুধ ও মুদি দোকান এর আওতার বাইরে থাকবে বলে জানান উপজেলা বনিক সমিতির সভাপতি শফিউল ইসলাম স্বপন। এছাড়া প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সীমিত আকারে অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান অতি প্রয়োজনে খোলা রাখা যাবে। আবারও বিকাল ৫ টার পর উপজেলা শহরের সকল দোকানপাট বন্ধ হবে।
এদিকে করোনায় আক্রান্ত আমেরিকা প্রবাসী মা-ছেলের সংস্পর্শে আসা সাদুল্লাপুর, সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা ও বগুড়া জেলা থেকে শতাধিক ব্যক্তিকে সনাক্ত করেছে গাইবান্ধায় আসা রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) ৪ সদস্যের প্রতিনিধি দল। তারা করোনায় আক্রান্ত ওই দুই জনের সংস্পর্শে আসা অন্যান্যদেরও খোঁজ অব্যাহত রেখেছেন।
উপজেলা বনিক সমিতির সভাপতি শফিউল ইসলাম স্বপন বলেন, দুইদিন অপেক্ষা করা হল। কিন্তু স্থানীয় প্রশাসন ও সরকারের নিকট থেকে কোন সুনির্দিষ্ট পদক্ষেপ না আশায় আমারা ব্যবসায়ীরা নিজেই নিজের সুরক্ষার জন্য এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।