শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১০:১৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
গাইবান্ধায় আমন কাটার পরই আলু চাষে ব্যস্ত চাষিরা ১৫ বছরে বদলে যাওয়া উপজেলার নাম গোবিন্দগঞ্জ গাইবান্ধার পাঁচটি আসনের তিনটিতেই আওয়ামী লীগের নারী প্রার্থী গাইবান্ধা ২ সদর আসনে স্বামী স্ত্রীর স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন দাখিল গাইবান্ধায় কালো পতাকা মিছিল সমাবেশ গাইবান্ধার ৫টি আসনে ৫২ জনের মনোনয়নপত্র দাখিল স্ত্রীর লাশ ফেলে পালিয়ে যাওয়া স্বামীর প্রাণ গেল ট্রেনে ১৬ বছর সংসারের পর স্ত্রীর সাথে বিচ্ছেদঃ ২০ কেজি দুধ দিয়ে গোসল করেছেন স্বামী হৃদরোগের চিকিৎসায় ইউজিসির গবেষণা সহায়তার অনুমোদন পেয়েছেন ডঃ হযরত আলী সুন্দরগঞ্জে বিজয় দিবসের প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত

সাদুল্লাপুরে বেকারীর পণ্যে স্বাবলম্বীর স্বপ্ন কামরুলের

সাদুল্লাপুরে বেকারীর পণ্যে স্বাবলম্বীর স্বপ্ন কামরুলের

সাদুল্লাপুর প্রতিনিধিঃ টগবগে যুবক কামরুল ইসলাম। এ বয়সে হাল ধরতে হয়েছে সংসারের। তাই স্বল্প পূঁজিতে শুরু করেছে বেকারী ব্যবসা। এ প্রতিষ্ঠানের পণ্য বিক্রি করেই স্বাবলম্বী হওয়ার স্বপ্ন তার। কিন্তু অর্থাভাবে হিমসিম খাচ্ছে সে। তবুও দৃঢ় মনোবলে খাদ্যপণ্য তৈরী ও বিক্রি অব্যাহত রেখেছে কামরুল।
গত শনিবার দুপুরে সরেজমিনে সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে দেখা যায় কামরুল ইসলামের বেকারী কাজের ব্যস্ততা। ময়দা-চিনি-মসলা আর তেল দিয়ে তৈরী করছিলেন সিংগাড়া, নারু, পিঠা, ক্রিমবল, নিমকী, চানাচুরসহ হরেক রকম মিষ্টিপণ্য।
জানা যায়, গোপলাপুর গ্রামের বজলার রহমানের একমাত্র ছেলে কামরুল ইসলাম। শিক্ষাজীবনে নমব শ্রেণিতে অধ্যায়নরত অবস্থায় বাবা বজলার রহমান প্যারালাইসেসে আক্রান্ত হয়। বাবাকে সুস্থ করতে চিকিৎসার ব্যয় বহনে যেটুকু যায়গা জমি ছিল তা বিক্রি করে সর্বশান্ত হয়েছে। এরপর ভূমিহীন হয়ে আশ্রয় নেয় চাচার বসতভিটায়। বিদ্যমান পরিস্থিতিতে লেখাপাড়ার ইতি টেনে সংসারের হাল ধরতে হয় তাকে। এ পরিবারের পিতা-মাতা-বোন ও স্ত্রী-সন্তানের মুখে দু’বেলা অন্ন যোগাতে কামরুল ইসলাম কাজে সন্ধানে ছুটে যান ঢাকা শহরে। সেখানে ‘রাজধানী’ নামের এক বেকারীতে শ্রমিক হিসেবে চাকুরি নেয়। এ বেকারীতে দিনরাত মাথার ঘাম পায়ে ফেলে দৈনিক বেতন পান ২০০ টাকা। এই উপার্জনের টাকা দিয়ে কোনমতে সংসার চালছিল তার। যেন নুন আন্তে পান্তা ফরায় পরিবারটির।
ধারবাহীকতায় ওই বেকারীতে কাজ শিখে কামরুল ইসলাম নিজেকে প্রতিষ্ঠিত করার পরিকল্পনা নেয়। সেই স্বপ্নের বাস্তরূপ দিতে ৭ মাস আগে চাকুরি ছেড়ে ফিরে আসে বাড়িতে। বাবা-মা’র পরামর্শে ক্ষুদ্র পরিসরে বেকারী ব্যবসার সিদ্ধান্ত নেয়া হয়। প্রাথমিকভাবে ১৫ হাজার টাকার প্রয়োজন হয়। কিন্তু বিধিবাম! হাতে নেই কোন টাকা-পয়সা। তাই পুঁজি সংগ্রহের চেষ্টায় স্থানীয় জনপ্রতিনিধি ও বিত্ত্ববানদের দারস্থ হলেও কপালে জোটেনি কারও সাহায্য-সহযোগিতা। নিরুপায় হয়ে একটি এনজিও থেকে ১৩ হাজার টাকা ঋণ নিয়ে ক্ষুদ্র পরিসরে শুরু করে সেই কাঙ্খিত ব্যবসা। বর্তমানে তার বেকারীতে খাবার ভিত্তিক নানা ধরনের মিষ্টি জাতীয় পণ্য তৈরী করা হচ্ছে। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত বিরাহীনভাবে কামরুল তার নিজের হাতে তৈরী করছে মজাদার মিষ্টিপণ্য। আবার সকাল হলেই বাইসাইকেলে বহন করে প্যাডেল চালিয়ে বিভিন্ন হাট-বাজার ও গ্রামাঞ্চলের দোকানে পাইকারি বিক্রি করছে ওইসব পণ্যসামগ্রী। দীর্ঘ ৭ মাস ধরে এ ব্যবসা করে অনেকটাই লাভের মুখ দেখেছে তিনি। তবে আরও পূঁজি খাটাতে পারলে এ থেকে অনায়াসে স্বাবলম্বী হওয়া সম্ভব বলে ধারণা করছে কামরুল।
এই উদ্যাক্তা কামরুল ইসলাম জানান, দুঃখি বাবা-মা’র কষ্ট ঘুঁচাতে প্রাথমিকভাবে ক্ষুদ্র পরিসরে বেকারীর কাজ শুরু করেছেন। এ থেকে দৈনিক বিক্রি হয় ৪-৫ হাজার টাকা। এতে লাভ থাকে প্রায় ৪০০-৫০০ টাকা। এ দিয়ে চলছে ৬ সদস্যের সংসার।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com