সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৯:৩৩ পূর্বাহ্ন
ষ্টাফ রিপোর্টারঃ বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে বিশ্ব অ্যান্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ ২০২২। বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতি বছরের মতো এ বছর ১৮ থেকে ২৪ নভেম্বর অ্যান্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ পালন করছে। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স (অকার্যকারিতা) সহনীয় মাত্রায় আনার জন্য চিকিৎসকসহ সব পর্যায়ের স্বাস্থ্য সেবা প্রদানকারীদের সচেতনতা তৈরিতে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। সপ্তাহ উপলক্ষ্যে গতকাল ঔষধ প্রশাসন অধিদপ্তরে গাইবান্ধা জেলার আয়োজনে সাদুল্লাপুর উপজেলার প্রধান প্রধান সড়কে র্যলিটি প্রদক্ষিণ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন ঔষধ প্রশাসন অধিদপ্তর গাইবান্ধা সহকারি পরিচালক শিকদার কামরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ অনিক সরকার, বিডিসিসি ও ফারিয়ার নেতৃবৃন্দ।