শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৯:৪৮ পূর্বাহ্ন

সাদুল্লাপুরে বিদ্যুৎ পিষ্টে গৃহবধূর মৃত্যু

সাদুল্লাপুরে বিদ্যুৎ পিষ্টে গৃহবধূর মৃত্যু

সাদুল্লাপুর প্রতিনিধিঃ সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের দড়িপাড়া গ্রামে বিদ্যুৎপিষ্ট হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে নিজ বাড়িতে এ দৃর্ঘটনা ঘটে। নিহত গৃহবধূ দড়িপাড়া গ্রামের রুবেলের স্ত্রী রোকসানা বেগম (২২) ও আরাজী ছত্রগাছা গ্রামের মৃত ঃ নুরুল ইসলামের মেয়ে। প্রত্যক্ষদর্শীর মাধ্যমে জানা যায়, গৃহবধু রোকসানা বেগম প্রতিদিনের ন্যায় গৃহের কাজ করতে এমতাবস্থায় গোয়াল ঘরে গেলে দরজার পাশে থাকা সকেটের তার স্টীলের দরজার সাথে লেগে যায়। গৃহবধু রোকসানা বেগম গরুকে খাবার দিতে গেলে এক হাত দরজায় ও অপর হাত গরুর খাবারের চাড়ির পানিতে রাখলে বিদ্যুতে আটকে যায়। বিষয়টি তার শাশুড়ি বুঝতে পেয়ে উদ্ধার করতে গেলে সেও সক খেয়ে মাটিতে পড়ে যায়। পরে শাশুড়ির চিৎকারে প্রতিবেশীরা দৌড়ে এসে এ অবস্থায় দেখতে পেয়ে বিদ্যুৎ লাইনের মেইন সুইচ বন্ধ করে তাদেরকে উদ্ধারের চেষ্টা করে। উদ্ধারের পরে গৃহবধূ রোকসানা বেগমকে রংপুরের পীরগঞ্জের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠিয়ে দিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com