সোমবার, ২৯ মে ২০২৩, ০১:১৭ পূর্বাহ্ন
সাদুল্লাপুর প্রতিনিধিঃ সাদুল্লাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নের কান্তনগর বাজারে বিদ্যুৎস্পৃষ্টে আব্দুল মতিন মিয়া (৪৫) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
গতকাল উপজেলার কান্তনগর বাজারে এ দুর্ঘটনা ঘটে। মৃত্যু আব্দুল মতিন মিয়া ওই ইউনিয়নের উত্তর ভাঙ্গামোড় (নদীরপার) গ্রামের ছলিম উদ্দিন মেকারের ছেলে।
স্থানীয়রা জানান, কান্তনগর বাজার ব্রিজ সংলগ্নস্থানে ঝালাই ও ডেকোরেটর ব্যবসা করে আসছিলেন মতিন মিয়া। ওই সময় তার ব্যবসা প্রতিষ্ঠানে ঝালাই মেশিনে সংযোগ দিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হন তিনি। পরে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে মতিন মিয়া মারা যায়। দামোদরপুর ইউপি মেম্বর রশিদুল ইসলাম এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।