শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১১:৫৭ অপরাহ্ন
সাদুল্লাপুর প্রতিনিধিঃ সাদুল্লাপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে শিউলী বেগম (৩০) নামের এক মহিলার মৃত্যু হয়েছে। গত সোমবার দুপুরে উপজেলার ফরিদপুর ইউনিয়নের মিরপুর গ্রামের এ দুর্ঘটনা ঘটে। শিউলী বেগম ওই গ্রামের আল-আমিন মিয়ার স্ত্রী। নিহতের স্বজনরা জানান, বাড়ির সংযোগের বিদ্যুতের তার ঝুলে একটি সজনার গাছে লেগে ছিল। ঝুলন্ত ওই তারটি সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় শিউলী বেগম। এতে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেননি।