সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৮:০৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ সাদুল্লাপুর উপজেলায় বিদ্যুতের তারে জড়িয়ে শাহিদা আক্তার (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। স্থানীয় ফারুক হোসেনের বাড়ি থেকে মসজিদে অবৈধভাবে টেনে নেওয়া বিদ্যুতের তারে জড়িয়ে ওই নারীর মৃত্যু হয়।
গতকাল শনিবার দুপুরে উপজেলার নলডাংগা ইউনিয়নের শ্রীরামপুর হাজীপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
শাহিদা আক্তার (৩০) হাজীপাড়া গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী।
স্থানীয়রা জানায়, শাহিদা আক্তার ফসলি জমি দেখে বাড়িতে ফিরছিলেন। পথে মাটিতে পড়ে থাকা অরক্ষিত তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মাহবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে বলে জানান তিনি ।