শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৮:৫১ পূর্বাহ্ন

সাদুল্লাপুরে বিএনপির প্রতিবাদ সমাবেশে এমপি হারুন আওয়ামীলীগ ক্ষমতায় থাকতে ভারতের গোলামি করছে

সাদুল্লাপুরে বিএনপির প্রতিবাদ সমাবেশে এমপি হারুন আওয়ামীলীগ ক্ষমতায় থাকতে ভারতের গোলামি করছে

নলডাঙ্গা (সাদুল্লাপুর) প্রতিনিধি ঃ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হারুন অর রশিদ এমপি বলেছেন, আওয়ামীলীগ আবারো অবৈধভাবে ক্ষমতায় থাকতে ভারতের গোলামি শুরু করেছে। এ সরকার উন্নয়নের কথা বললেও সারা দেশে জুলুম নির্যাতন আর লুটপাটের রাজত্ব কায়েম করছে। নানা কৌশলে ব্যাংকগুলো লুটপাট করে তহবিল শুন্য করা হয়েছে। আইন প্রয়োগ সংস্থার প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, জনগনের সাথে প্রতিহিংসামূলক আচরন পরিহার করে সবার প্রতি সহনশীল আচরন করবেন। যাতে দেশে কোন রকম অস্থিতিশীল পরিবেশের সৃষ্টি না হয়।
কেন্দ্রিয় কর্মসুচির অংশ হিসেবে জনপ্রতিনিধিত্বহীন গণবিরোধী স্বৈরাচার সরকার কর্তৃক জ্বালানি তেল, নিত্য প্রয়োজনীয় পণ্যের লাগামহীন ভাবে বৃদ্ধি পরিবহন খাতে ভাড়া বৃদ্ধি, অসহনীয় বিদ্যুতের লোডশেডিংসহ ভোলা ও নারায়ণগঞ্জের বর্বরোচিত হত্যার প্রতিবাদে জাতীয়তাবাদী দল সাদুল্লাপুর উপজেলা শাখার আয়োজনে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গতকাল দুপুর আড়াইটার দিকে সাদুল্লাপুর বহুমুখী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে চত্বরে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সাদুল্লাপুর উপজেলা বিএনপির আহবায়ক ছামসুল হাসান ছামসুল।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান বাবু, রংপুর বিভাগীয় সহ সাংগাঠনিক সম্পাদক আব্দুল খালেক, সৈয়দ জাহাঙ্গীর আলম, সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম ও ঢাকা দক্ষিন মহানগর বিএনপির ১ নং সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
প্রধান অতিথি এমপি হারুন অর রশিদ হারুন বলেন, ২০২৩ সালের নির্বাচন নিয়ে ইতিমধ্যে নানা ষড়যন্ত্র শুরু হয়েছে। আওয়ামীলীগ কেন্দ্র দখল করে আবারো ক্ষমতায় থাকার স্বপ্ন দেখছেন। তাদের এই স্বপ্ন জনগণকে সাথে নিয়ে গুড়ে বালি করে দেয়া হবে।
সমাবেশ শুরু থেকেই বিভিন্ন স্থান থেকে বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকেরা সরকার বিরোধী খন্ড খন্ড মিছিলসহ ব্যানার ফেস্টুন হাতে নিয়ে সমাবেশস্থলে যোগ দেয়। এক পর্যায়ে গোটা সমাবেশ চত্বর কানায় কানায় পূর্ন হয়ে মিছিলে মিছিলে মুখরিত হয়ে উঠে।
সাদুল্লাপুর উপজেলা বিএনপির সদস্য সচিব আ্যডঃ আব্দুস সালামের সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক। এছাড়া বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল, জেলা মহিলা দলের সভাপতি ইয়াসমিন শোভা, জেলা বিএনপির সাংগাঠনিক সম্পাদক আ্যডঃ মঞ্জুর মোর্শেদ বাবু ও আনিছুর রহমান নাদিম সহ জেলা উপজেলার নেতৃবৃন্দ।
অপরদিকে গতকাল দুপুর ২ টায় সাদুল্লাপুর উপজেলা আওয়ামী ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দেশবিরোধী বিএনপি জামায়াতের নৈরাজ্য, তান্ডব ও পুলিশের ওপর হামলার প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে স্থানীয় শহীদ মিনারে অবস্থান নেয়।
বিদ্যমান এ পরিস্থিতিতে অনাকাঙ্খিত ঘটনা এড়াঁতে উপজেলা শহরের গুরুত্বপূর্ন পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়।

 

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com