শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০২:১২ অপরাহ্ন
সাদুল্লাপুর প্রতিনিধিঃ সাদুল্লাপুর উপজেলার দুইটি বসতবাড়িতে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। এতে ৪ টি ঘরসহ পুড়ে ছাই হয়েছে গবাদীপশু ও আসবাপত্র।
জানা যায়, উপজেলার জামালপুর ইউনিয়নের বুজরুক রসুলপুর (পাতারপাড়া) গ্রামস্থ মৃত আবু ইউছুফ খন্দকারের ছেলে শাহা আলম ও মৃত নবাব আলী খন্দকারের ছেলে শামীম খন্দকারের বাড়িতে গত রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আগুন লেগে যায়। বিদ্যুতের সর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়ে মুহূর্তে চারিদিকে ছড়িয়ে পড়ে। এসময় সাদুল্লাপুর ফায়ার সার্ভিসের দল ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে টিনসেড ৪ টি ঘর, ৪ টি গরু ও ঘরের ভিতরে থাকা আসবাপত্রসহ বিভিন্ন জিনিসপত্র ভস্মিভূত হয়। এ ঘনার শিকার অসহায় মানুষরা সহায় সম্বল হারিয়ে এখন দিশেহারা হয়ে পড়েছে। যেন দুর্ভোগের অন্ত নেই তাদের।
ক্ষতিগ্রস্ত শাহা আলম ও শামীম খন্দকার এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ৪ লক্ষাধিক টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় কোন প্রশাসন কিংবা জনপ্রতিনিধি পরিদর্শন করেনি বলে জানান তিনি।