সোমবার, ০৫ জুন ২০২৩, ০৬:২১ পূর্বাহ্ন
সাদুল্লাপুর প্রতিনিধিঃ প্রান্তীক চাষি নুরুল ইসলাম। অন্যের জমি বর্গা নিয়ে রোপন করেছিলেন বোরো ধান। ইতোমধ্যে ক্ষেতে ধান পাকলেও, অর্থাভাবে ধান কাটতে পারছিলেন না তিনি। এমন সময় স্থানীয় কৃষকলীগের নেতাকর্মীরা গিয়ে পাকা ধান কেটে ঘরে তুলে দিলো নুরুল ইসলামের।
গতকাল বুধবার সাদুল্লাপুর উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন মিয়ার সহযোগিতায় ও বনগ্রাম ইউনিয়নের ৯ নং ওয়ার্ড কৃষলীগের সভাপতি মোবাশ্বের হাসান আকেন্দর উদ্যোগে এই ধান কেটে দেওয়া হয়।
ওই ইউনিয়নের কিশামত শেরপুর গ্রামস্থ মাঠে ৪০ শতক জমির ধান কেটে দেন স্থানীয় কৃষকলীগের নেতাকর্মিরা।
এসময় বনগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ছবু, ওয়ার্ড আওয়ামীলীগের আহ্বায়ক গোলাম সারোয়ার লিটন প্রমূখ উপস্থিত ছিলেন।