শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১০:০১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
গাইবান্ধায় আমন কাটার পরই আলু চাষে ব্যস্ত চাষিরা ১৫ বছরে বদলে যাওয়া উপজেলার নাম গোবিন্দগঞ্জ গাইবান্ধার পাঁচটি আসনের তিনটিতেই আওয়ামী লীগের নারী প্রার্থী গাইবান্ধা ২ সদর আসনে স্বামী স্ত্রীর স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন দাখিল গাইবান্ধায় কালো পতাকা মিছিল সমাবেশ গাইবান্ধার ৫টি আসনে ৫২ জনের মনোনয়নপত্র দাখিল স্ত্রীর লাশ ফেলে পালিয়ে যাওয়া স্বামীর প্রাণ গেল ট্রেনে ১৬ বছর সংসারের পর স্ত্রীর সাথে বিচ্ছেদঃ ২০ কেজি দুধ দিয়ে গোসল করেছেন স্বামী হৃদরোগের চিকিৎসায় ইউজিসির গবেষণা সহায়তার অনুমোদন পেয়েছেন ডঃ হযরত আলী সুন্দরগঞ্জে বিজয় দিবসের প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত

সাদুল্লাপুরে ফুলকপির কেজি ১ টাকাঃ খাওয়ানো হচ্ছে গরুকে

সাদুল্লাপুরে ফুলকপির কেজি ১ টাকাঃ খাওয়ানো হচ্ছে গরুকে

সাদুল্যাপুর প্রতিনিধিঃ শীতকালীন সবজির মধ্যে এখন সবচেয়ে কমদামে বিক্রি হচ্ছে ফুলকপি। সাদুল্যাপুর উপজেলার বিভিন্ন হাট-বাজারে পাইকারিভাবে প্রতিকেজি ফুলকপি বিক্রি হচ্ছে মাত্র এক টাকায়। এখানে বন্যার পর কৃষকরা বেশিরভাগ জমিতেই শীতকালীন সবজি চাষ করেছে। তাই বেশি ফলন হওয়ায় বাজারে কমেছে বিভিন্ন ধরনের সবজির দাম।
সাদুল্যাপুর বাজারের সবজি বিক্রেতা মুন্না সাহা জানান, গত কয়েক দিনের তুলনায় এখন প্রতিদিনই ক্রমাগত কমছে সবজির দাম। তবে সব চেয়ে কমেছে ফুলকপির দাম। পাইকারি বাজারে এক কেজি ফুলকপির দাম এক টাকা। এরপরও উপজেলার সবজি ভান্ডার খ্যাত ধাপেরহাট বাজার এবং সাদুল্যাপুর শহরের পাইকারি আড়তে অবিক্রিতই থেকে যাচ্ছে ফুলকপি।
উপজেলা কৃষি কর্মকর্তা খাজানুর রহমান বলেন, এবার উপজেলায় ১১০০ হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষ করেছে কৃষকরা। এখান থেকে উৎপাদন হবে হবে প্রায় ১৬ হাজার ৫০০ মেট্রিকটন সবজি। আবহাওয়া ভালো থাকায় শীতকালীন সবজির আশাতীত ফলন পেয়েছে কৃষকরা। তাই এখন বলা চলে প্রায় সবজির দাম ক্রেতাদের লাগালের মধ্যেই আছে। এর মধ্যে ফুলকপির দাম একটু বেশিই কমেছে। তবে ইতোমধ্যে কৃষকরা তাদের উৎপাদিত সবজির ন্যায্য মূল্য পেয়েছেন।
উপজেলার জয়েনপুর গ্রামের কৃষক মোস্তফিজার রহমান মোস্তফা জানান, ফুলকপির দাম কমে আসায় তিনি এখন গো-খাদ্য হিসেবে ব্যবহার করছেন। প্রতিদিন বাজার থেকে পাইকারি দামে ফুলকপি কিনে এনে গরুকে খাওয়াচ্ছেন। এতে তাকে আপাতত গরুকে ফিড বা ভূসি জাতীয় খাবার দিতে হচ্ছে না।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com