রবিবার, ০৪ জুন ২০২৩, ১২:৩২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
সাপমারা ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত শিক্ষা ব্যাবস্থা উন্নত আধুনিক ও শিক্ষার মান উন্নয়নের কৃতিত্ব একমাত্র প্রধানমন্ত্রীর -মাহমুদ হাসান রিপন এমপি সুন্দরগঞ্জে সাব প্রাণী সম্পদ কল্যাণ কেন্দ্রের বেহালদশাঃ গ্রাম গঞ্জে পশু ডাক্তারের নামে হাতুড়ে ডাক্তারের ছড়াছড়ি গাইবান্ধায় আওয়ামীলীগের ঐতিহাসিক ৭ ই মার্চ উদযাপন সাঘাটায় রেকর্ডভুক্ত জমিতে ব্রীজ নিমার্ণ কাজে বাধাঁ প্রদান করায় ঠিকাদার কর্তৃক থানায় অভিযোগ কলেজপাড়ায় পৌর নাগরিকদের সভা নলডাঙ্গায় নবীন ও বসন্ত বরণ অনুষ্ঠান গাইবান্ধায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মতবিনিময় সভা গাইবান্ধায় মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন গোবিন্দগঞ্জে সরকারি বই বিক্রিকালে জনতার হাতে শিক্ষক-কর্মচারী আটক

সাদুল্লাপুরে প্রতিবন্ধি নারীকে ধর্ষণ ৩ সপ্তাহেও গ্রেফতার হয়নি মাসুদ

সাদুল্লাপুরে প্রতিবন্ধি নারীকে ধর্ষণ ৩ সপ্তাহেও গ্রেফতার হয়নি মাসুদ

সাদুল্লাপুর প্রতিনিধিঃ সাদুল্লাপুর উপজেলায় ২৬ বছরের বাক প্রতিবন্দি নারী ধর্ষণ মামলার অভিযুক্ত আসামি মাসুদ মিয়াকে তিন সপ্তাহেও গ্রেফতার করতে পারেনি পুলিশ।
গত ১১ মার্চ রাতে সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দ রুহিয়া গ্রামে এই ধর্ষণের ঘটনা ঘটে। পরদিন নির্যাতিত নারীর বাবা মতিয়ার রহমান বাদি হয়ে সাদুল্লাপুর থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেন। অভিযুক্ত আসামি মাসুদ মিয়া খোর্দ্দ রুহিয়া গ্রামের আসাদুল ইসলামের ছেলে।
বাদি মতিয়ারের অভিযোগ, ৮ বছর আগে খোর্দ্দ রুহিয়া গ্রামের সাজেদুল ইসলামের সঙ্গে তার বাক প্রতিবন্ধী মেয়ের বিয়ে হয়। জীবিকার তাগিদে জামাই ঢাকায় থাকলেও তার মেয়ে দুই সন্তানকে নিয়ে শশুর বাড়ীতে থাকেন। গত ১১ মার্চ রাত ১০টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে মেয়ে ঘরের বাইরে ল্যাট্রিনে যাওয়ার সময় তার মুখ চেপে ধরে মাসুদ মিয়া। পরে মাসুদ তাকে ভয়-ভীতি দেখিয়ে নিজ বসতবাড়ির হাফ বিল্ডিং ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। ঘটনার পর বাড়ির লোকজন ভোর রাত পর্যন্ত খোঁজাখুজি করেও মেয়ের সন্ধান পায়নি। এরপর সকালে মেয়ে কান্না করে বাড়িতে এসে ইশারা-ঈগিতে ঘটনা তার শাশুড়িসহ পরিবারের লোকজন জানায়।
মতিবার মিয়া জানান, ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মাসুদকে আসামি করে থানায় মামলা করেছি। কিন্তু ঘটনার তিন সপ্তাহ হলে মাসুদকে গ্রেফতার করেনি পুলিশ। ঘটনার পর মাসুদ আত্মগোপনে থাকলেও লোক মাধ্যমে বিভিন্ন ভয়-ভীতি দেখাচ্ছে। এতে তার মেয়ে দুই সন্তানকে নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। দ্রুত মাসুদকে গ্রেফতার করে দৃষ্টান্ত শাস্তির দাবি জানান তিনি।
এ বিষয়ে জানতে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমারকে ফোন করা হলে তিনি ছুটিতে বলে জানান উপ-পরির্দশক (এসআই) মশিউর রহমান। তবে মামলার বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, ঘটনার পর থেকে বাড়ি ছেড়ে পালিয়েছে অভিযুক্ত মাসুদ। তাকে গ্রেফতারে চেষ্টা চলছে।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com