সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৭:২৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ সাদুল্লাপুরে প্রথম ধাপে পৌঁছেছে করোনা টিকা। সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তত্ত্বাবধায়ক ডাঃ শাহিনুল ইসলাম (শাহিন) জানান, গতকাল সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ কোভিড- ১৯ প্রতিরোধক ভ্যাকসিন (করোনা টিকা) পৌঁছেছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে ফ্রিজার গাড়িতে করোনার টিকা ৮ হাজার ৯ শত ডোজ টিকা পৌঁছেছে। এসব করোনা টিকা উপজেলায় ইপিআই ভবনে ২ থেকে ৮ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আইএলআর ফ্রিজে সংরক্ষণ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। ভ্যাকসিন গ্রহনে উপস্থিত ছিলেন সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তত্ত্বাবধায়ক ডাঃ শাহিনুল ইসলাম (শাহিন), আরএমও ডাঃ সুরঞ্জন কুমার, সাদুল্লাপুর থানার (তদন্ত) মোস্তাফিজ দেওয়ান, সাইদুর রহমান শাহিন। সরকারি নির্দেশনা অনুযায়ী, প্রথম ধাপের ডোজ করোনা টিকা উপজেলায় সরকারি-বেসরকারি স্বাস্থ্যকর্মী, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধা, গণমাধ্যমকর্মী, নির্বাচিত জনপ্রতিনিধি, পুলিশ সদস্য, পয়নিষ্কাশন কর্মীসহ বিভিন্ন পেশাজীবীদের প্রদান করা হবে।