সোমবার, ০৫ জুন ২০২৩, ০৫:১৬ পূর্বাহ্ন
সাদুল্লাপুর প্রতিনিধিঃ সাদুল্লাপুরে পৃথক ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার উপজেলার ফরিদপুর ও জামালপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের আরাজী জামালপুর গ্রামের খাদেম মন্ডলের ছেলে শামীম মিয়ার (৪০) বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতের স্বজনরা জানায়, শামীম ম-ল গাজীপুর জেলার কালীগঞ্জে প্রাণ-আরএফএল গ্রুপ কোম্পানিতে চাকুরি করছিলেন। সেখানে গত বৃহস্পতিবার সকালে বাসার ডিস লাইনের সংযোগ মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে ঘটনাস্থলে শামীম ম-ল মারা যায়।
এদিকে উপজেলার ফরদিপুর ইউনিয়নে গলায় ফাঁস দিয়ে জাহিদুল ইসলাম (২৫) নামে এক যুবক আত্মহত্যা করে। গত বৃহস্পতিবার উপজেলার ফরদিপুর ইউনিয়নের উত্তর ফরিদুপর গ্রামে এ ঘটনা ঘটে। জাহিদুল ওই গ্রামের খোকা মিয়ার ছেলে।
স্বজনরা জানিয়েছেন, জাহিদুল তার বাড়ির পাশের বাগানে একটি গাছের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।