সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৮:০১ অপরাহ্ন

সাদুল্লাপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

সাদুল্লাপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টারঃ সাদুল্লাপুর উপজেলায় পুকুরে ডুবে মোস্তাকিম মিয়া (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ইদিলপুর ইউনিয়নের মাজমপুর (সরকারপাড়া) গ্রামের এ ঘটনা ঘটে।
মোস্তাকিম মিয়া ওই গ্রামের হাফিজুর রহমানের ছেলে। স্বজনরা জানায়, ওইসময় মোস্তাকিম মিয়া বাড়ির উঠানে খেলছিল। এরই মধ্যে নিখোঁজ হলে খোঁজাখুঁজি করা হয়। একপর্যায়ে বাড়ির পেছনের পুকুরে তার মরদেহ ভাসতে দেখা যায়। এ বিষয়ে ইদিলপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) ১, ২, ৩ নম্বর ওয়ার্ড সদস্যা রওশনারা বেগম বলেন, পানিতে ডুবে মোস্তাকিম নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এমন ঘটনা খুবই দুঃখজনক।

 

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com