বৃহস্পতিবার, ২৬ মে ২০২২, ০১:২৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ সাদুল্লাপুর উপজেলায় পানিতে পড়ে নুসরাত (৩) নামের এক কণ্যা শিশু মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলার দামোদরপুর ইউনিয়নের মরুদহ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নুসরাত (৩) মরুদহ গ্রামের মোঃ নিল মিয়ার কণ্যা। জানা যায়, শিশু নুসরাত গতকাল বুধবার দুপুরে খেলতে খেলতে বাড়ীর পাশে পুকুরে পড়ে ডুবে যায়। বাড়ীর লোকেরা অনেক খোঁজাখোজির পরে পুকুর থেকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত্যু ঘোষণা করে। হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ নুরুন্নবী জানান, শিশুটিকে হাসপাতালে আনার পূর্বেই মৃত্যুবরণ করেন।