মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৯:৪০ অপরাহ্ন
সাদুল্লাপুর প্রতিনিধিঃ সাদুল্লাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের হবিবুল্লাপুর গ্রামের আকন্দ পাড়ায় গতকাল বৃহস্পতিবার পুকুরের পানিতে ডুবে তানহা খাতুন (৩) নামে এক শিশু মারা গেছে। তানহা খাতুন ওই গ্রামের আজাদুর রহমান আজাদ আকন্দের মেয়ে।
বনগ্রাম ইউপি চেয়ারম্যান ফজলুল কাইয়ুম হুদা জানান, গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে শিশু তানহা খাতুন বাড়ি আঙ্গিনায় খেলতে খেলতে হঠাৎ নিখোঁজ হয়ে যায়। পরে তার স্বজনরা খোঁজাখুজির এক পর্যায়ে বাড়ি সামনে পুকুরে তার ভাসমান লাশ দেখতে পায়।