শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৮:২৩ পূর্বাহ্ন
সাদুল্লাপুর প্রতিনিধিঃ সাদুল্লাপুরের জামালপুর ইউনিয়নের মেঠোপথে পরিবেশ রক্ষা ও দৃষ্টিনন্দিত করতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হচ্ছে। ওই ইউপির উন্নয়ন তহবিল থেকে এই কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। গতকাল শনিবার সকালে উপজেলার জামালপুর ইউনিয়নের আরাজি জামালপুর রাস্তায় বৃক্ষরোপণের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান জাহিদ হাসান শুভ (কাওছার মন্ডল)। এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য শাহ আলম সাজু মিয়া, সচিব সৈয়দ আফলাক হোসেন সেন্টু, তরুণ উদ্যোক্তা গোলাম কিবরিয়া মন্ডল প্রমুখ।
জেলা যুবদলের সমাবেশ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধা জেলা যুবদলের সভাপতি রাকিব হাসান চৌধুরীর মুক্তির দাবিতে জেলা বিএনপি কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
গাইবান্ধা জেলা যুবদলের আয়োজনে গতকাল প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল, শহীদুজ্জামান শহীদ, কামরুল হাসান সেলিম, জাকারিয়া আলম জীমসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।