শনিবার, ১০ জুন ২০২৩, ০৮:৩১ অপরাহ্ন
সাদুল্লাপুর প্রতিনিধিঃ সাদুল্লাপুরের দাউদপুর মৌজায় ধান কাটতে গিয়ে প্রতিপক্ষের হামলার শিকার হয়েছে নারীসহ ৬ ব্যক্তি। এসময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাদেরকে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বর্তমানে হাসপাতাল শয্যায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে তারা।
এ নিয়ে গতকাল শনিবার মামলার প্রস্তুতি চলছিল। এর আগে গত শুক্রবার সকাল ৯ টার দিকে উপজেলার জামালপুর ইউনিয়নে দাউদপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, ওই গ্রামের বাদশা মিয়া, সাহেরা বেগম, রত্না বেগম, রহিমা বেগম, একরামুল হক ও ইয়াছিন আলী।
ঘটনার বিবরণে জানা যায়, দাউদপুর গ্রামের মৃত জসমত উল্লা আকন্দের ছেলে বাদশা মিয়া দাউদপুর মৌজার ২৪ শতক জমি ক্রয় সুত্রে মালিক হন। এদিকে একই গ্রামের আজিজার রহমানের ছেলে মধু মিয়া ও তার ছেলে ময়নুল মিয়া ওই জমি বে-দখল দেওয়ার পায়তারা করে আসছিলেন। এ নিয়ে বাদশা মিয়া বিজ্ঞ আদালতে একটি পিটিশন মামলা দায়ের করে। এরই প্রেক্ষিতে আদালত উভয় পক্ষের কাগজপত্র পর্যালোচনা করে ময়নুল মিয়া গংদের এই জমিতে প্রবেশ নিষেধাজ্ঞা দেয়।