সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ১০:০৮ পূর্বাহ্ন
সাদুল্লাপুর প্রতিনিধিঃ গণতন্ত্র শক্তিশালীকরণে সাদুল্লাপুরে তথ্যপ্রযুক্তি ভূমিকা শীর্ষক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার দুপুরে সাদুল্লাপুর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভাটি আয়োজন করে বাংলাদেশ এন্টারপ্রাইজ ইন্সটিটিউট। ন্যাশনাল এনডাউমেন্ট ফর ডেমোক্রেসির সহযোগিতায় প্রধান অতিথি ছিলেন ইন্সটিটিউটের সভাপতি রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির।
সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রোকসানা বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন আশীষ বনিক, থানার ওসি প্রদীপ কুমার রায়, উদ্যোগ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জিল্লুর রহমান খন্দকার, আব্দুল জলিল, দিদারুল ইসলাম মাসুদ, ইসরাত জাহান স্মৃতি, মতিউল আলম, মানিক চন্দ্র রায়, শফিউল ইসলাম স্বপন, এনশাদ আলী প্রমুখ।