শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৭:৩৭ পূর্বাহ্ন

সাদুল্লাপুরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ভ্যানযাত্রীর

সাদুল্লাপুরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ভ্যানযাত্রীর

সাদুল্লাপুর প্রতিনিধিঃ সাদুল্লাপুর উপজেলায় ট্রাকের ধাক্কায় রাজু মিয়া (৪০) নামের এক অটোভ্যান যাত্রী নিহত হয়েছেন। এ সময় আরও অন্তত ৪ জন আহত হয়। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার রংপুর-ঢাকা মহাসড়কের ইদিলপুর ইউনিয়নের গোশাইজানি ব্রিজ সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। নিহত রাজু মিয়া ওই ইউনিয়নের চকনদী গ্রামের পঁচা মিয়ার ছেলে। আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।
স্থানীয়রা জানায়, ওই সময় রাজু মিয়াসহ আরও কয়েকজন ব্যাটারি চালিত একটি অটোভ্যান যোগে দাওয়াত খেতে যাচ্ছিলেন। পথিমধ্যে ওই স্থানে পৌঁছালে অপর একটি ট্রাক ভ্যাটিকে ধাক্কায় দেয়। এসময় ঘটনাস্থলে রাজু মিয়া নিহত হয়। একই সঙ্গে আরও ৪ জন আহত হয়েছে। এ তথ্য নিশ্চিত করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে উদ্ধার তৎপরতা চালানো হয়। এই ঘটনায় রাজু মিয়া নামের একজন নিহত হয়েছে। আহত ৪ জনকে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com