শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০৯:০৬ পূর্বাহ্ন
সাদুল্লাপুর প্রতিনিধিঃ জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)’র ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী সাদুল্লাপুরে পালিত হয়েছে।
গতকাল রোববার জাসদ সাদুল্লাপুর উপজেলা শাখার আয়োজনে এ উপলক্ষে সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স্রে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম তারা।
এরপর একটি র্যালী সাদুল্লাপুর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ওই কমপ্লেক্স মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জাসদ উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ আজমীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজার রহমান বাদলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা জাসদের জনসংযোগ সম্পাদক নুর মোহাম্মদ বাবু, উপজেলা জাসদের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান দিদারুল ইসলাম মাসুদ, জেলা যুব জোটের সভাপতি সুজন প্রসাদ, উপজেলা জাসদের যুগ্ন সাধারণ সম্পাদক বজলার রহমান বিপুল, ইউনিয়ন জাসদের সভাপতি তাজুল ইসলাম, কামরুল ইসলাম, সফিজল ইসলাম, আব্দুস ছালাম প্রামানিক, ওয়াদুদুদ, আমিনুল ইসলাম প্রমুখ।