সোমবার, ০৫ জুন ২০২৩, ০৫:৩২ পূর্বাহ্ন
সাদুল্লাপুর প্রতিনিধিঃ জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের শিক্ষা কার্যক্রমের আওতায় উপজেলা পর্যায়ে বিজ্ঞান বিষয়ক সাদুল্লাপুরে জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে।
গতকাল উপজেলা প্রশাসনের আয়োজনে ও জাতীয় বিজ্ঞান জাদুঘরের তত্ববধায়নে সাদুল্লাপুর বহুমুখী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞান বিষয়ক পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর উপজেলা পরিষদ হলরুমে উত্তীর্ন ১০ জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নবীনেওয়াজ।
বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃণ্ঠপোষকতায় এ অনুষ্ঠানে উপজেলা একাডেমিক সুপারভাইজার হারুন অর রশিদ, প্রধান শিক্ষক এনশাদ আলীসহ বিচারক ম-লীগণ উপস্থিত ছিলেন।