শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১০:০০ পূর্বাহ্ন
সাদুল্লাপুর প্রতিনিধিঃ সাদুল্লাপুরে জাতীয় পার্টির বনগ্রাম ইউনিয়নের দ্বি-বার্ষিক কাউন্সিল উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। গতকাল কাউন্সিল উপলক্ষে ঢাক, ঢোল ও সানাই বাজিয়ে এক বর্ণাঢ্য র্যালী প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সাদুল্লাপুর বহুমুখী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা জাতীয় পার্টির আহবায়ক আজিজুল ইসলাম বিএসসি। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাবেক এমপি, প্রেসিডিয়াম সদস্য ও গাইবান্ধা জেলা জাতীয় পার্টির আহবায়ক আলহাজ¦ আঃ রশিদ সরকার। বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব সারোয়ার হোসেন শাহিন, জেলা জাতীয় পার্টির যুগ্ন আহবায়ক আনারুল ইসলাম লেবু, সাদুল্লাপুর উপজেলার জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ফজলুল কাইয়ুম হুদা, কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক সাচ্চা, সাংগঠনিক সম্পাদক জহুরুল আলম স্বপন, নলডাঙ্গা ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহিন, সঞ্চালনায় উপজেলা জাতীয় পার্টির প্রচার সম্পাদ মোস্তাফিজার রহমান রঞ্জু।
শেষে সাইফুল ইসলামকে সভাপতি, ফুল মিয়াকে সাধারণ সম্পাদক ও আলম ডান্ডারীকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।