সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৩:৫১ অপরাহ্ন
সাদুল্লাপুর প্রতিনিধিঃ সাদুল্লাপুর উপজেলার জটিল রোগে আক্রান্ত রোগীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা সমাজসেবা কার্যালয়। এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি, বিশেষ অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহারিয়া খাঁন বিপ্লব।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত) কামরুল হাসানের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মানিক চন্দ্র রায়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল জলিল সরকার, সাধারণ সম্পাদক সহীদুল্যা হেল কবির ফারুক, সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব বাবুসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা ও জনপ্রতিনিধি।
সাদুল্লাপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মানিক চন্দ্র রায় জানান, ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, প্যারালাইজড, জন্মগত হৃদরোগ, থ্যালাসেমিয়াসহ জটিল রোগে আক্রান্ত ২৬ জন রোগীর মাঝে ১৩ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।