শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ১০:০৪ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ সাদুল্লাপুর শহরের প্রান কেন্দ্র চৌমাথা মোড়ে অবস্থিত হোটেল সাদুল্লাপুর মিষ্টান্ন ভান্ডার, এই হোটেল মালিকের নির্দেশে প্রতিদিনের জমানো পয়-আবর্জনা যুক্ত ময়লা পানি প্রতিরাতে রাস্তায় ছেড়ে দিয়ে মেইন রাস্তাসহ গোটা চত্ত্বর নোংরা, কাঁদা ও পরিবেশ দূষন করে আসছে। সাদুল্লাপুর সরকারী কলেজ রোডের মুখোমুখি অবস্থিত পুরাতন এই হোটেলটি সাধারনত ফজলুর হোটেল নামে পরিচিত, বর্তমানে ফজলু মিয়া মারা যাওয়ার পর তাঁর ছেলে আবু তালেব মিয়া পরিচালনা করেন এবং হোটের নাম দেন সাদুল্লাপুর মিষ্টান্ন ভান্ডার মালিক তালেব মিয়া বিগত কয়েক বছর ধরে এই হোটেলের প্রতিদিনের ময়লা যুক্ত পানি হোটেলের ভিতরে হাউজে জমিয়ে রেখে রাত গভীর হলে নির্সজন ও সবার অগোচরে সেই পানি রাস্তার উপর ছেড়ে দেয় , ফলে প্রতিদিন সকালে এই এলাকার অন্যান্য ব্যবসায়ী ও সাধারন পথচারীরা পরেন চরম দুর্ভোগে এই দুর্ভোগের স্বীকার ব্যাবসায়ী ও পথচারীরা হোটেলের মালিককে একাধীকবার নিষেধ ও বনিক সমিতিতে অভিযোগ করলেও কোন প্রতিকার পায়নি প্রতিদিন বাজার করতে আসা ও বিভিন্ন দাফতরিক কাজে আসা বিভিন্ন এলাকার জনসাধারন এই নোংরা পরিবেশে পরেন চরম বিপাকে দুর্গন্ধ ও কাঁদাযুক্ত রাস্তা পারাপারে অনেক সমস্যার সম্মমুখিন হচ্ছেন সবাই সাদুল্লাপুরের সাধারন জনগন, যাত্রী, ব্যবসায়ী, ছাত্র-ছাত্রী ও সুশীল সমাজ উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কতৃপক্ষের সুদৃষ্টি আকর্ষন ও এই পরিবেশ দূষণ করা বন্ধ করতে দ্রুত কার্যকারি পদক্ষেপ গ্রহনের দাবী করেছেন ।