রবিবার, ১৪ অগাস্ট ২০২২, ০১:১৭ পূর্বাহ্ন
সাদুল্লাপুর প্রতিনিধিঃ সাদুল্লাপুর উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর সদস্যদের চিকিৎসা সহায়তা ও সন্তানদের বৃত্তি প্রদান করা হয়েছে। এতে সার্বিক সহযোগিতায় ছিলেন দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিঃ (কালব)।
গতকাল এ উপলক্ষে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাদুল্লাপুর উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ সভাপতি আব্দুল মাজেদ আকন্দ। বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ নবীনেওয়াজ, থানার ওসি মাসুদ রানা, উপজেলা খাদ্য কর্মকর্তা মোফাখখারুল ইসলাম, কালব লিঃ এর ভাইস চেয়ারম্যান মোছা. ফাহমিদা সুলতানা সীমা প্রমুখ।
শেষে অসুস্থ সদস্যদের চিকিৎসা সহায়তা ও মেধাবী সন্তানদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।