সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৪:৫৮ অপরাহ্ন

সাদুল্লাপুরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় মাঠে জনস্রােত

সাদুল্লাপুরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় মাঠে জনস্রােত

সাদুল্লাপুর প্রতিনিধিঃ আবহমান গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা সাদুল্লাপুরে জামালপুর ইউনিয়নের নাগবাড়ির চিকনী বিল মাঠে অনুষ্ঠিত হয়। এসময় খেলার মাঠ যেন জনস্রােতে পরিনত হয়। উৎসুক নারী-পুরুষের মাঝে শুরু হয় উৎসবের আমেজ।
গতকাল সোমবার বিকেলে এই প্রতিযোগিতার আয়োজন করে সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের ঘোড়া প্রতীকের নবনির্বাচিত চেয়ারম্যান জাহিদ হাসান শুভ (কাওছার মন্ডল)।
এই প্রতিযোগিতাকে ঘিরে দূর-দূরান্ত থেকে আসা মানুষের ঢল নামে। নানা বয়সের নারী-পুরুষসহ শিশু-কিশোর ও তরুণ-তরুণীরা এ খেলা দেখে মাতোয়া ওঠে। এসব মানুষের আগমনে কানায় কানায় ভরে যায় পুরো মাঠ। পাশে পসরা সাজিয়ে বসেছিল নানা মুখরোচক খাবারের দোকান।
এ খেলায় ছয়টি দল অংশগ্রহণ করে। এদের মধ্যে ভালো খেলোয়ার তিনটি দলে দেওয়া হয় এলএডি টিভি বাবদ নগদ টাকা পুরস্কার। এই টাকা ব্যয় করেন নবনির্বাচিত চেয়ারম্যান জাহিদ হাসান শুভ (কাওছার মন্ডল)। ঘোড়দৌড় দেখতে আসা সাহিদা খাতুন নামের এক কলেজছাত্রী বলে, বাবা-মায়ের কাছে ঘোড়া দৌড় খেলার কথা শুনেছি কিন্তু বাস্তবে কখনো দেখার সুযোগ হয়নি। এই প্রথম দেখে খুব ভালো লাগছে। এমন খেলা বিভিন্ন স্থানে আয়োজন করলে ভালো হয়।
জামালপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান জাহিদ হাসান শুভ (কাওছার মন্ডল) জানান, গত মাসে ঘোড়া প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। জনসাধারণের আবদারে এই প্রতিযোগিতা দেওয়া। তিনি আরও বলেন, কালের গর্ভে হারিয়ে যাওয়া গ্রামীন খেলাগুলো নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এই প্রতিযোগিতার আয়োজন করেছি। আগামীতেও এমন ধারা অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com