সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৪:৫৮ অপরাহ্ন
সাদুল্লাপুর প্রতিনিধিঃ সাদুল্লাপুর উপজেলায় লুৎফা বেগম (৩৫) নামের এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার দুপুরে উপজেলার ধাপেরহাট ইউনিয়নের মোংলাপাড়া গ্রাম থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। লুৎফা বেগম ওই গ্রামের বাবলু মিয়ার দ্বিতীয় স্ত্রী।
এ তথ্য নিশ্চিত করেছেন ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্র উপ পুলিশ পরিদর্শক (এস আই) জিয়াউর রহমান জিয়া। তিনি স্বজনদের বরাত দিয়ে বলেন, গতকাল রোববার সকালে তীরের সঙ্গে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় লুৎফা বেগমের মৃতদেহ দেখা যায়। এ খবর পেয়ে দুপুরে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়। তার মৃত্যুর কারণ ক্ষতিয়ে দেখা হচ্ছ।