রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ১২:২২ অপরাহ্ন
সাদুল্লাপুর প্রতিনিধিঃ সাদুল্লাপুর উপজেলায় গরুর এলএসডি ও ছাগল-ভেড়ার পিপিআর ভাইরাস সংক্রমণ প্রতিরোধে ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু করা হয়েছে। প্রাণিসম্পদ প্রকল্পের আওতায় পর্যায়ক্রমে উপজেলার ১১ ইউনিয়নে ১ হাজার গরু ও ৭০ হাজার ছাগল-ভেড়ায় ভ্যাকসিন দেওয়ার উদ্যোগ নিয়েছে সাদুল্লাপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর। এরই অংশ হিসেবে সোমবার দিনব্যাপী উপজেলার ইদিলপুর ইউনিয়নের কুঞ্জমহিপুর বিইউ উচ্চ বিদ্যালয় মাঠে গবাদীপশুর ভ্যাকসিন প্রয়োগ করা হয়। এতে প্রায় ৫ শতাধিক গরু-ছাগল-ভেড়ায় ভ্যাকসিন দেওয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন সাদুল্লাপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডঃ মোছাঃ সুমনা আক্তার, ভেটেরিনারি সার্জন ডাঃ আব্দুল্লাহেল কাফী, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মোনায়েম খন্দকার, এলইও মোস্তাকিম বিল্লাহ, হেলথ ফ্যাসিলেটর জাহাঙ্গীর আলম, ইউনিয়ন ভ্যাকসিনেটর জাফর আলী খন্দকার, ইউপি সদস্য আমজাদ হোসেন প্রমুখ।