শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৮:৩১ পূর্বাহ্ন
সাদুল্লাপুর প্রতিনিধিঃ সাদুল্লাপুর উপজেলায় খালের পানিতে ডুবে রেজোয়ান বিল্লাহ রাহিনুল (১৭ মাস) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রোববার দুপুরে উপজেলার রসুলপুর ইউনিয়নের তরফ কামাল (দক্ষিণপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। রাহিনুল ওই গ্রামের নোমান মিয়ার ছেলে। স্বজনরা জানায়, ওই সময় রাহিনুলকে বাড়ি ওঠানে বসে রেখে কাজ করছিল তার মা। এরই মধ্যে নিখোঁজ হলে খোঁজাখুঁজি করা হয়। একপর্যায়ে বাড়ির পাশে একটি খালের পানিতে শিশুটির ভাসমান মরদেহ দেখা যায়। পরে রাহিনুলের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।