সোমবার, ০৫ জুন ২০২৩, ০৬:২৫ পূর্বাহ্ন
সাদুল্লাপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ১০ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
গতকাল দুপুর ২ টার দিকে সাদুল্লাপুর সরকারি কলেজ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সাদুল্লাপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর চেয়ারম্যান আব্দুল মাজেদ আকন্দ।
এতে বক্তব্য রাখেন ফাহমিদা সুলতানা সীমা, একরামুল হক, মহরুল আলম, খালেদ বিন আব্দুল আজিজ প্রধান, রোজিনা আক্তার জাহান, ফারুকুল ইসলাম, আহসান হাবিব, খয়রুজ্জামান সরকার, ফারুক আহমেদ, রফিকুল ইসলাম, নওশির হারুন ইনজিল ও মোনায়েম হোসেন প্রমূখ।
এর আগে ক্রেডিট ইউনিয়ন লিঃ এর প্রয়াত চেয়ারম্যান সাইদুর রহমানের স্মরণে নিরবতা পালন করা হয়। এরপর অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়। আলোচনা শেষে সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ ও সদস্যের সন্তানদের (মেধাবি শিক্ষার্থী) উপবৃত্তি প্রদান করা হয়।