রবিবার, ০৪ জুন ২০২৩, ১২:২৪ পূর্বাহ্ন
সাদুল্লাপুর প্রতিনিধিঃ সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের খোর্দ্দ রসুলপুর স্পটিং ক্লাবের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ক্লাবটির সভাপতি রেজাউল করিম রেজা’র সার্বিক সহযোগিতায় এ খেলা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে গতকাল বিকেলে খোর্দ্দ রসুলপুর স্পটিং ক্লাবের সভাপতি রেজাউল করিম রেজা’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক এসএম ফেরদৌস প্রধান, এনজিও পরিচালক (সাবেক) এমএ কাইয়ুম মন্ডল, সহকারি শিক্ষক শহিদুল ইসলাম সাজু, আব্দুল খালেদ বিন আজিজ প্রধান জুয়েল ও পল্লী চিকিৎসক নুর আলম সরকার প্রমূখ।
ফাইনাল খেলায় অংশগ্রহন করেন খোর্দ্দ রসুলপুর স্পটিং ক্লাব বনাম চিকনী স্পটিং ক্লাব। এতে খোর্দ্দ রসুলপুর স্পটিং চ্যাম্পিয়ন হন। পরে বিজয়ী ও রানার্স আপদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। খেলাটিতে ধারাভাস্বকর হিসেবে ছিলেন ঢাকা থেকে আগত বিসিবি’র মিজানুর রহমান। টুর্ণামেন্টের স্পন্সার ছিলেন নাগবাড়ী রাহিলা ট্রেডার্সের প্রোপ্রাইটার শরিফুল ইসলাম উজ্জ্বল।