বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৭:৩৩ পূর্বাহ্ন
সাদুল্লাপুর প্রতিনিধিঃ সাদুল্লাপুর উপজেলার জিহাদ মিয়া (১৫) নামের এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল শনিবার বিকেলে উপজেলার খোর্দ্দ কোমরপুর ইউনিয়নের ফুলবাড়ি গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত্যু জিহাদ মিয়া ওই গ্রামের নাজমুল মিয়ার ছেলে।
পারিবারিক সুত্রে জানা যায়, জিহাদ মিয়া একজন মানসিক প্রতিবন্ধী। গতকাল শনিবার সকালে খাওয়া শেষে ঘরে অবস্থান করছিল। এসময় বাড়ির লোকজনের অজান্তে ঘরের ধর্নায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
খোর্দ্দ কোমরপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মনজুরুল ইসলাম রেজোয়ান এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এর আগেও জিহাদ মিয়া আত্নহত্যার চেষ্টা করছিল।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) প্রদীপ কুমার রায় জানান, খবর পেয়ে ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে।