সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৪:০২ অপরাহ্ন
সাদুল্লাপুর প্রতিনিধিঃ সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাটে কাভার্ডভ্যানের থাক্কায় মিন্টু মিয়া (২০) নামের এক যুবক নিহত হয়েছেন।
গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে রংপুর-বগুড়া মহাসড়কের ধাপেরহাট তুলার মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিন্টু মিয়া ধাপেরহাট ইউনিয়নের হাসানপাড়া গ্রােেমর শহিদুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, মিন্টু মিয়া তার বাড়ি থেকে ডিজেল কেনার জন্য ধাপেরহাটের জিসান পাম্পে যাচ্ছিলেন। এসময় তুলার মিলের সামনে পৌঁছিলে বগুড়াগামী একটি কাভার্ডভ্যান মিন্টুকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মারা যায় মিন্টু। তবে কাভার্ডভ্যানটি রেখে পালিয়েছে চালক।
ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রজব আলী বলেন, এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।