সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৭:৩৮ অপরাহ্ন

সাদুল্লাপুরে করোনায় এ পর্যন্ত আক্রান্ত ২০৮ জন

সাদুল্লাপুরে করোনায় এ পর্যন্ত আক্রান্ত ২০৮ জন

সাদুল্লাপুর থেকে খোরশেদ আলমঃ সাদুল্লাপুর উপজেলায় করোনা সংক্রমণ বেড়েই চলছে। সংক্রমণের শুরু থেকে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ২০৮ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৪২ জন, মৃত্যুবরণ করেছে ৩ জন রোগি। বর্তমানে ৬৩ জন রোগি আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে। গত রোববার সাদুল্লাপুর উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় এ তথ্য জানানো হয়। এদিকে, করোনা সংক্রমণ প্রতিরোধে গত বৃহস্পতিবার থেকে সারাদেশের ন্যায় সাদুল্লাপুর উপজেলায় চলমান রয়েছে লকডাউন। এটি বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। বিভিন্ন স্থানে বসানো হয়েছে চেক পোষ্ট। জনগণের স্বাস্থ্যবিধি মানাতে সচেতনতা বৃদ্ধিকরণ করা হচ্ছে। একই সঙ্গে সরকারি বিধি-নিষেধ অমান্যকারিদের বিরুদ্ধে জরিমানা করেছে প্রশাসন। সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নবীনেওয়াজ কলেন, করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে মানুষদের স্বাস্থ্যবিধি নিশ্চিত করা হচ্ছে। সেই সঙ্গে গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া লকডাউন কঠোরভাবে নিশ্চিত করা হচ্ছে। এর সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে উপজেলা পর্যায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনী মাঠে কাজ করছেন।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com