সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৪:২২ পূর্বাহ্ন
সাদুল্লাপুর প্রতিনিধিঃ সাদুল্লাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মিজানুর রহমানকে ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে র্যাব-১৩ অভিযানিক দল।
গতকাল দুপুরে ইউনিয়নের উত্তর ফরিদপুর গ্রামস্থ নিজ বাড়ি থেকে মিজানুর রহমানকে আটক করা হয়। ওই গ্রামের মৃত্যু নবাব আলীর ছেলে মিজানুর রহমান।
স্থানীয় সুত্রে জানা যায়, মিজানুর রহমান দীর্ঘদিন ধরে ইয়াবা সেবন ও বিক্রি করে আসছিল। বিষয়টি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানতে পেরে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে।
র্যাাব-১৩ রংপুর ক্যাম্পের আভিযানিক দলের হাফিজুর রহমান হাফিজ এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মিজানুর রহমানকে ইয়াবাসহ আটক করা হয়েছে। তকে কি পরিমান ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে, সেবিষয়ে তাৎক্ষনিক জানাননি তিনি।