বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৫:১৮ পূর্বাহ্ন

সাদুল্লাপুরে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

সাদুল্লাপুরে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

সাদুল্লাপুর প্রতিনিধিঃ সাদুল্লাপুরে ‘আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন’ প্রোগ্রাম বিষয়ক অবহিতকরন কর্মশালা অনুষ্ঠিত হয়। গতকাল উপজেলা পরিষদের হলরুমে আইএসএ-মানব কল্যান স্বাবলম্বী সংস্থার আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান সাহারিয়া খাঁন বলেন, সরকার মানুষকে শিক্ষিত করতে সর্বোচ্চ চেস্টা করে যাচ্ছে। কেউ শিক্ষা বঞ্চিত হলে তিনি নিজে কিংবা তার পরিবারই শুধু নয়, সমাজ এবং রাস্ট্র ক্ষতিগ্রস্থ হয়। শিক্ষা বিহীন মানুষ দৃস্টিহীনের মতো।
কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক মোঃ মেহেদি আখতার, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল্লাহিশ শাফি, সৈয়দ মনিরুল হাসান এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সরকারি দপ্তরের কর্মকর্তা, উন্নয়ন সংগঠক এবং নগরীর বিশিস্ট ব্যক্তিবর্গ কর্মশালায় উপস্থিত ছিলেন।

 

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com