সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৭:০৬ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ সাদুল্লাপুরে গৃহপালিত গাভীর পেট থেকে অদ্ভুত আকৃতির একটি বাছুরের জন্ম হয়েছে। গতকাল সকালে বাছুরটি জন্মগ্রহণ করে। বাছুরটি চোখ মুখ নেই। মাথার গঠন কিছুটা মানুষের আকৃতির, বাছুরটি ২টি নাভি, চারটি বাট ২টি কান থাকলেও শরীরের গঠন অস্বাভাবিক। এমন বিচিত্র গঠনের বাছুরট জন্ম হয়েছে উপজেলার খোদ্দকোমরপুর ইউনিয়নের মুজাহিদপুর গ্রামে। এতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এক নজর দেখতে ভীড় করছে উৎসুক জনতা। গাভীর মালিক বাচ্চু জানান, প্রায় ১৫ মাস আগে তার গাভীটিকে স্থানীয় এআই কর্মীর মাধ্যমে শাহীওয়াল জাতের বীজ দিয়ে প্রজনণ করান। দীর্ঘ ১৫ মাস পর সেই গাভীর পেটে এ বাছুরের জন্ম এবং এক ঘন্টা পর মারা যায়। আশ্চর্য এ ঘটনা আগে কখনও দেখেননি বলে জানান উৎসুক জনতা। জন্ম নেওয়া বাছুরটি নিয়ে নানান বিতর্কে জড়িয়ে যাচ্ছেন গ্রামের মানুষ।