বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০২:৫১ অপরাহ্ন
সাদুল্লাপুর প্রতিনিধিঃ সাদুল্লাপুর উপজেলায় অটোবাইকের ধাক্কায় আনোয়ারুল ইসলাম (৪০) নামের এক মিস্ত্রী নিহত হয়েছেন। গতকাল শনিবার বিকেলে উপজেলার ইদিলপুর ইউনিয়নের কুঞ্জমহিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আনোয়ারুল কুঞ্জমহিপুর গ্রামের আব্দুল মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, সাদুল্লাপুর-ঠুটিয়াপকুর সড়কে শুকরা মিয়া নামের এক অটোবাইক চালক যাত্রী নিয়ে মাদারহাটের দিকে যাচ্ছিল। এসময় কুঞ্জমহিপুর নামক স্থানে পৌঁছালে টিনে বেড়া মাথায় নিয়ে হেঁটে আসা আনোরুলকে ধাক্কায় দেয়। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলে আনোয়ারুল ইসলাম মারা যায়।
ইদিলপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) মেম্বর আহসান হাবিব রিপন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহত আনোয়ারুল ইসলাম পেশায় টিনসেড ঘর তৈরী মিস্ত্রী ছিলেন।