রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ১১:৩৬ পূর্বাহ্ন
সাদুল্লাপুর প্রতিনিধিঃ সাদুল্লাপুর উপজেলায় ভয়াবহ অগ্নিকা-ে ১০টি পরিবারের ঘরবাড়ি ভস্মিভূত হয়েছে। এতে প্রায় ১৮ লক্ষাধিক টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়।
গতকাল বৃহস্পতিবার সাদুল্লাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহারিয়া খাঁন বিপ্লব ঘটনাস্থল পরিদর্শন করে। এর আগে গত বুধবার রাতে উপজেলার দামোদরপুর ইউনিয়নের উত্তর দামোদরপুর গ্রামে ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ওই গ্রামের লাল মিয়ার বাড়ির বিদ্যুতের সর্ট সার্কিট থেকে আগুনের সুত্রেপাত ঘটে। এসময় আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে। মুহূর্তে লাল মিয়ার ঘরবাড়িসহ পাশের আরো ৯ পরিবারের ঘরবাড়িতে আগুন লেগে যায়। এতে আসবাপত্র, ধানচাল, গবাদীপশু, হাস-মুরগি ও নগদ টাকাসহ প্রায় ১৮ লক্ষাধিক টাকার মালামালা ভস্মিভূত হয়। ক্ষতিগ্রস্ত লাল মিয়া বলেন, আগুনের তা-বে ঘরবাড়িসহ মূল্যবান জিনিসপত্র পুড়ে ছাই হয়েছে। অপুরণীয় ক্ষতি কীভাবে পুষিয়ে নিব এ নিয়ে দুশ্চিন্তায় পড়ছি। সাদুল্লাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহারিয়া খাঁন বিপ্লব বলেন, আগুনের তা-ব মুহূর্তে গাইবান্ধা ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ আনে। ক্ষতিগ্রস্ত মানুষদের আর্থিক সহায়তাসহ খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে।