সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৩:৪৪ অপরাহ্ন
সাদুল্লাপুর প্রতিনিধিঃ সাদুল্লাপুর উপজেলায় অগ্নিকা-ের ঘটনায় এক বাড়ি ও একাধিক ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় কোটি টাকার উর্দ্ধে ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার বিকেলে উপজেলার রসুলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রবিউল করিম দুলা মিয়ার বাড়িতে ও মহিষবান্দী বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বিকেলের দিকে মহিষবান্দীর ওই বাড়িতে হঠাৎ করে আগুনের সুত্রপাত হয়। মুহূর্তে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পরে। এরই মধ্যে বাড়ির টিভি-ফ্রিজ, ধান-চাল, নগদ টাকা ও স্বর্ণাংকারসহ বিভিন্ন আসবাবপত্র ভস্মিভূত হয়। এসম ওই বাড়ি ঘেঁষে বাজারের হার্ডওয়ার, মোবাইল ও মোটরসাইকেলের গ্যারেজসজ প্রায় ৪ টি দোকান পুড়ে গেছে। এ ঘটনার খবর পেয়ে সাদুল্লাপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্তণে আনে। গ্যাস সিলিন্ডার অথবা বিদ্যুতের সর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটতে পারে বলে প্রাথমিক ধারণা করছে স্থানীয়রা।
এ ব্যাপারে ক্ষতিগ্রস্থ রবিউল করিম দুলার সঙ্গে কথার বলার চেষ্টা করা হয়। কিন্তু তার আহাজারীর কারণে সঠিক কিছু বলতে পারেনি তিনি। এ তথ্য নিশ্চিত করে রসুলপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য বেলাল হোসেন বলেন, অগ্নিকা-ের ঘটনায় বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের প্রায় কোটি টাকার উর্দ্ধে ক্ষয়ক্ষতি হয়েছে। সাদুল্লাপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ নারায়ন চন্দ্র বর্মন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। কীভাবে আগুনের সুত্রপাত হলো, সেটি দেখা হচ্ছে। এ ঘটনার ক্ষয়ক্ষতির পরিমান এখনো নিরুপণ করা হয়নি।