শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৮:০২ পূর্বাহ্ন
সাদুল্লাপুর প্রতিনিধিঃ সাদুল্লাপুর উপজেলার পৃথক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামিকে ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। সুজন মিয়া (৪০) ও আবুল খায়ের মন্ডল (৪৫) নামের এই আসামিদের গ্রেফতার করা হয়। গতকাল মঙ্গলবার সকালে সাদুল্লাপুর থানা পুলিশ ধৃত আসামিদের আদালতে সোপর্দ করেন।
গ্রেফতার সুজন মিয়া উপজেলার ইদিলপুর ইউনিয়নের একবারপুর গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে ও আবুল খায়ের মন্ডল জামালপুর ইউনিয়নের বুজরুক রসুলপুর গ্রামের মোজাম্মেল হকের ছেলে।
এ তথ্য নিশ্চিত করে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন, সিআর ১৫৭/১৪ মামলায় আসামি সুজন মিয়াকে দুই বছরের এবং এসসি ২৩২/২০ মামলায় আবুল খায়ের মন্ডলকে এক বছরের সাজা প্রদান করেন বিজ্ঞ আদালত। এসময় তারা আত্নসমর্পন না করে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তাদের গ্রেফতার অভিযান অব্যাহত রেখে গত সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার পূর্বাচল এলাকা থেকে ওই আসামিদের গ্রেফতার করা হয়।