সোমবার, ২৯ মে ২০২৩, ০১:৪৩ পূর্বাহ্ন
সাদুল্লপুর প্রতিনিধিঃ সাদুল্লাপুরে যানজট নিরসনে থানা পুলিশের অভিযানে অবৈধ ৬টি যানবাহন আটক করা হয়েছে। জানাযায়, সাদুল্লাপুর উপজেলাকে যানজট মুক্ত রাখা, কোমলমতি ছাত্র/ছাত্রী ও জনসাধারণের চলাচল নির্বিঘœ সহ সড়ক দুর্ঘটনা রোধকল্পে গত উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় একটি আইন পাশ করা হয়। ট্রাক্টর (কাকড়া), ট্রলি, ভটভটি সহ অবৈধ যানবাহন দিনের বেলা সকাল ৭টা হতে রাত ৮ টা পর্যন্ত চলাচল করতে পারবে না তবে রাত ৮টা হতে সকাল ৭টা পর্যন্ত চলাচলের জন্য সিথিল করা হয়েছে। গত সোমবার থানা অফিসার্স ইনচার্জ মাসুদ রানার নির্দেশে থানা পুলিশ উপজেলার মেইন মেইন রাস্তায় অভিযান চালিয়ে ৩টি ট্রাক্টর (কাকড়া), ৩টি ট্রলি আটক করে থানায় নিয়ে যায়। এ ব্যাপারে থানা অফিসার্স ইনচার্জ মাসুদ রানা জানান, যানজট নিরসনে এই অবৈধ যানবাহন আটক করা হয়েছে।