শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৯:৩৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধা জেলা তথ্য অফিসের উদ্যোগে সাদুল্যাপুর উপজেলার ইদ্রাকপুর হাই স্কুল মাঠে সমৃদ্ধ অগ্র যাত্রায় বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা। চলচিত্র প্রদর্শন ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে ছিলেন জেলা প্রশাসক মোঃ আবদুল মতিন। বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার খান বিপ্লব, উপজেলা নির্বাহী অফিসার মোঃ নবীনেওয়াজ, অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানা, জেলা তথ্য অফিসার মোঃ হায়দার আলী, বনগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহিন সরকার, বিটিভি গাইবান্ধা জেলা প্রতিনিধি মোঃ আবেদুর রহমান স্বপন, বাসস গাইাবন্ধা প্রতিনিধি সরকার মোঃ শহিদুজ্জামান, খান্দকার জিল্লুর রহমান, প্রধান শিক্ষক মনোরঞ্জন সরকার, সহকারী শিক্ষক নিখিল কুমার চৌধুরী, খন্দকার সাইফুল ইসলাম, শিক্ষার্থী ফারজানা আকতার সুমাইয়া ইসলাম সহ প্রমুখ।