রবিবার, ০৪ জুন ২০২৩, ১২:১৩ পূর্বাহ্ন
সাদুল্যাপুর প্রতিনিধিঃ সাদুল্যাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের পশ্চিম ফুলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী অপহরণের ঘটনায় এলাকার ১০টি স্কুলের শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ করেছে। গতকাল শনিবার দুপুর ১টায় ঘন্টা ব্যাপি খোর্দ্দকোমরপুর (গাছুর বাজার) এলাকায় এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এইসময় স্কুলের বিভিন্ন শ্রেণীর প্রায় দেড় হাজার শিক্ষার্থী উপস্থিত ছিলেন। গত বৃহস্পতিবার স্কুল ছাত্রী রিশা মনি (১১) স্কুল ছুটির পর গাছুর বাজারে তার বাবার দোকানে কিছু সময় কাটার পর সন্ধ্যা সময় বাড়িতে আসার পথে অপহরণ হয়। স্কুল ছাত্রী রিশার বাবা আনারুল খা জানান, অন্য এলাকা কোন অজ্ঞাত ব্যক্তি জোরপূর্বক একটি অটোরিক্সা করে তুলে নিয়ে যায় বলে অভিযোগ। এই ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে এবং অপহরণ মামলা দায়ের প্রস্তুতি চলছে। মানববন্ধনে শিক্ষার্থীদের সঙ্গে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সকল শিক্ষক, স্কুল ছাত্রী রিশ মনির পরিবারের সদস্যরা। তারা অবিলম্বে রিশা মনিকে উদ্ধার করে জড়িতদের গ্রেফতারের দাবি জানান।